AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০ দিনের ছুটি শেষে বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৪ এএম, ২ জুলাই, ২০২৪

২০ দিনের ছুটি শেষে বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

২০ দিনের ছুটি কাটিয়ে বুধবার (৩ জুলাই) থেকে খুলছে প্রাথমিক স্কুল। এর আগে, গত ১৩ জুন থেকে চলতি বছরের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। শিক্ষাপঞ্জি হিসেবে মঙ্গলবার (২ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। বুধবার (৩ জুলাই) যথারীতি শুরু ক্লাস শুরু হবে।

অন্যদিকে, শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিকে ঘোষিত ছুটি কমিয়ে আনা হয় এক সপ্তাহ। গত ২৬ জুন থেকে খুলে দেয়া হয় স্কুল-কলেজ। তবে প্রাথমিকে পূর্বঘোষিত ছুটি বহাল রাখা হয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, মন্ত্রণালয়ের অধীন নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। নতুন সিদ্ধান্ত, বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

 

একুশে সংবাদ/য.টি/সা.আ

Shwapno
Link copied!