AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষাকে আনন্দময় করতে হবে: শিক্ষামন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৬ পিএম, ৩০ নভেম্বর, ২০২২
শিক্ষাকে আনন্দময় করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। মুখস্থনির্ভর শিক্ষা ব্যবস্থা দিয়ে চলবে না। শিক্ষাকে আনন্দময় করতে হবে। ভবিষ্যতের রূপকল্পের বাংলাদেশ গড়তে দক্ষতা বাড়াতে হবে, আত্মশক্তিতে বলিয়ান হতে হবে।

 

বুধবার (৩০ নভেম্বর) স্টেট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার জন্য কৌশলগত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ জন্য ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ গঠন করা হয়েছে। ‘ন্যাশনাল ব্লেন্ডেড এডুকেশন মাস্টার প্ল্যান’ চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে।

 

তিনি বলেন, দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চালু হওয়ার সময় অনেকের মনে অনেক অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু অল্প সময়েই মানের দিক থেকে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় অভিকর্ষতা অর্জন করেছে।

 

নতুন গ্রাজুয়েটদের উদ্দেশে ডা. দীপু মনি বলেন, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারাই নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। তরুণদের স্বপ্ন দেখতে হবে। বঙ্গবন্ধুর কথায় বলতে হয় আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল কবির। সমাবর্তনে এক হাজার ৮২৫ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।

 

একুশে সংবাদ.কম/আট/জাহাঙ্গীর

Link copied!