AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৮ জুন, ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৩ সেনা, আহত অন্তত ২৯


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:২৭ পিএম, ২৮ জুন, ২০২৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৩ সেনা, আহত অন্তত ২৯

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় দেশটির অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন, যাদের মধ্যে রয়েছেন বেসামরিক নাগরিকও। গুরুতর আহত চার সেনার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৮ জুন) এএফপিকে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সামরিক বাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে ধাক্কা দিলে ওই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১৩ জন সেনা প্রাণ হারান এবং আহত হন আরও অনেকে। বিস্ফোরণের ফলে দুটি বাড়ির ছাদ ধসে পড়ে ছয় শিশু আহত হয়।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, হামলাটি ঘটে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায়। এর দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হাফিজ গুল বাহাদুর গ্রুপের একটি উপশাখা।

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলা ও সহিংসতা বাড়তে থাকে। ইসলামাবাদ সরকারের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো হচ্ছে। তবে তালেবান প্রশাসন বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!