জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি স্বতন্ত্র বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রোববারও (১৮ মে) কলম বিরতি পালন করবেন কর্মকর্তারা। শনিবার বিকেলে রাজধানীর এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এনবিআর ঐক্য পরিষদের পক্ষে উপ-কর কমিশনার নিপুন চাকমা জানান, সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম ও জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
তিনি বলেন, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং যৌক্তিক সংস্কার নিশ্চিত করতেই এই কর্মসূচি। সরকার চাইলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, এনবিআরের কর্মকর্তারা সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন এবং সেই দরজা সব সময় খোলা থাকবে।
এদিকে এনবিআরের দুই মূল সংগঠন—বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন ও বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। নিপুন চাকমা জানান, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের অনির্বাচিত কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, কাস্টমস অ্যাসোসিয়েশনের প্রায় সব সদস্য পদত্যাগ করায় সেটিও কার্যত বিলুপ্ত।
শনিবার দুপুরের পর এনবিআর ভবনে ভিড় বাড়তে থাকে। কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্লোগানে বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ভবনের আশপাশে।
এদিন বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে তাদের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। সংগঠনের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও মহাসচিব সৈয়দ মহিদুল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে সিনিয়র সদস্যদের সমন্বয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে।
সরকারি সূত্র বলছে, এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ গঠনের সিদ্ধান্তের উদ্দেশ্য হলো রাজস্ব ব্যবস্থার আধুনিকীকরণ। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এমন বড় সিদ্ধান্তে তাদের সঙ্গে পরামর্শ না করায় উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
রোববারের প্রেস ব্রিফিংয়ে এ আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর ঐক্য পরিষদ।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে