AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাংক খাতে বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ ও সুশাসনের অভাব: গভর্নর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩১ পিএম, ২৪ মে, ২০২৩
ব্যাংক খাতে বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ ও সুশাসনের অভাব: গভর্নর

বর্তমানে ব্যাংক খাতের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং সুশাসনের অভাব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রুউফ তালুকদার।

 

বুধবার (২৪ মে) সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড-এবিবি আয়োজিত ‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

 

তিনি বলেন, দেশের ব্যাংক খাতে এরই মধ্যে যে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে এ খাতে আস্থাহীনতা দেখা দিতে পারে।

 

গভর্নর বলেন, ব্যাংকের ৭৫ শতাংশ লেনদেন ডিজিটালে সম্পন্ন হয়।

 

২০২৭ সালের মধ্যে ক্যাশ লেস বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দুই দিনব্যাপী এই সামিটে বাংলাদেশের ৪৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৫০ জনের বেশি কর্মকর্তা অংশ নেন।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!