AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান



নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে জরিমানা করা হয়েছে এবং একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে পাসপোর্ট অফিসের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশপাশে দালালচক্রের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দুই দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং উভয়কে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে একটি পাসপোর্টও জব্দ করা হয়।

এছাড়া, পাসপোর্ট অফিসের সামনের সড়কে গড়ে ওঠা অবৈধ দোকানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব দোকান এক সপ্তাহের মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। এ সময় সওজ-এর সহায়তায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু দিয়ে উচ্ছেদ করা হয়।

প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ সেবা প্রার্থীরা। তারা জানান, এ ধরনের অভিযান নিয়মিত হলে দালালচক্রের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাবে।

 

একুশে সংবাদ/ না.প্র/এ.জে

Link copied!