AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আ.লীগের দোসরদের তালিকায় রৌমারী ইউএনও’র নাম



আ.লীগের দোসরদের তালিকায় রৌমারী ইউএনও’র নাম

আওয়ামী লীগের সহযোগী হিসেবে চিহ্নিত আমলাদের তালিকায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের নাম উঠে এসেছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন।

"সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ" শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটি সচিবালয় ও মাঠ প্রশাসনের ৯৪ জন কর্মকর্তার একটি তালিকা প্রকাশ করে। তালিকার ৫ নম্বরে রয়েছে ইউএনও উজ্জ্বল কুমার হালদারের নাম।

তালিকায় দাবি করা হয়, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় তিনি রাজধানীর সায়েদাবাদ, হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ী, শনির আখড়া ও দনিয়া এলাকায় আন্দোলন দমনে হামলার নির্দেশ দেন। সে সময় তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

সংগঠনটি আরও দাবি করে, উজ্জ্বল কুমার হালদার তার ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমান সরকার আমলে তাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত না হলে তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও বিবেচিত হতে পারে। বিষয়টি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/ চ.প্র/এ.জে
 

Link copied!