AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

২১ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১২ পিএম, ২৪ এপ্রিল, ২০২৩
২১ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স

 

চলতি মাসের প্রথম ২১ দিনে ১২৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৬০৭ কোটি টাকা (ডলার ১০৭ টাকা হিসাবে)।
২১ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স


সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে একথা জানা গেছে।
 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এপ্রিল মাসের প্রথম ২১ দিনে ১২৭ কোটি ১৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার।


আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৫ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
 


এর আগে, চলতি মাসের ১৫ থেকে ২১ এপ্রিল প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১ কোটি ৩০ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর এপ্রিলের ১৪ দিনে দেশে এসেছিল ৯৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যার মধ্যে ৮ থেকে ১৪ এপ্রিল দেশে এসেছে ৪৮ কোটি ১৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর এপ্রিলের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৪৭ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার।
 


চলতি বছরের মার্চ মাসে ২০১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। যা বিগত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ফেব্রুয়ারিতে এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। আর চলতি বছরের জানুয়ারিতে এসেছিল প্রায় ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার।
 


বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এর পরের মাসে কিছুটা কমে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এর পরের মাস সেপ্টেম্বরে এসে মাসের ব্যবধানে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে। ওই মাসে মোট প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে রেমিট্যান্স আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার।পরে নভেম্বরে এসে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে বৈধ চ্যানেলে পাঠানো প্রবাসীদের আয়ের অঙ্ক। এ মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। আর বিদায়ী বছরের শেষ মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার। নতুন বছরের প্রথম মাসে রেমিট্যান্স প্রবাহে উত্থান দেখা দেয়, জানুয়ারিতে আসে ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার। কিন্তু পরের মাসেই আবার কমে যায় রেমিট্যান্স।
 


রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করেন, রমজান ও ঈদুল ফিতরের মতো ধর্মীয় উৎসব থাকায় প্রবাসী আয়ের পালে সুবাতাসই বইছে। কাজেই সামনে রেমিট্যান্স আরও বাড়বে বলে মনে করেন তারা।

 


একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর
 

Link copied!