AB Bank
ঢাকা রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিত্যপণ্যের দাম বাড়ার দৌড়ে ক্লান্ত ক্রেতা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩২ পিএম, ১৮ অক্টোবর, ২০২২
নিত্যপণ্যের দাম বাড়ার দৌড়ে  ক্লান্ত ক্রেতা

নিত্যপণ্যের দাম বাড়ার দৌড়ে যখন ক্লান্ত ক্রেতা, তখন স্বয়ং বিক্রেতারাও বলছেন, দামের এমন বিরামহীন ঊর্ধ্বগতি এর আগে দেখেননি তারা। গুঁড়া দুধ থেকে শুরু করে বিউটি সোপ ও টিস্যু পেপার, থেমে নেই কোনো পণ্যের দাম বৃদ্ধি। এদিকে দাম আরও বাড়ানোর নিয়মিত বার্তা দিয়ে যাচ্ছেন কোম্পানির প্রতিনিধিরা।


বেঁচে থাকার তাগিদেই ভোক্তরা বাজারে আসেন। অথচ এখানে এসেই দামের চাপে অসহায় হয়ে পড়েন তারা। লাগামহীন দ্রব্যমূল্যে তারা দিন দিন নিরুপায় হয়ে যাচ্ছেন।

 

রাজধানীর নিত্যপণ্যের বাজারে আসা এক ক্রেতা বলেন, গুঁড়া সাবান হোক বা পাউডার সাবান হোক, সব ধরনের সাবানের দামই চড়া। লাগামহীনভাবে বাজারে সব পণ্যের দাম বাড়ছে। আজকে এক দাম আবার একদিন পরে বাজারে এলে আরেক দাম। আমরা অতিকষ্টের মধ্যে জীবনযাপন করছি। এখন অনেক চিন্তাভাবনা করে চলতে হচ্ছে।

এদিকে বিক্রেতারাও জানান, দাম বৃদ্ধির এমন প্রতিযোগিতা এর আগে দেখেননি তারা।


এ সময়ে গুঁড়া দুধের দাম বৃদ্ধির সাতকাহন তুলে ধরে এক খুচরা বিক্রেতা বলেন, ২০২১ থেকে ২০২২ সালে আমরা যে হারে দ্রব্যমূল্য বাড়তে দেখেছি, এমন এর আগে কখনো দেখিনি। চলতি বছরে তো প্রতিনিয়ত পণ্যের দাম বাড়ছে। আজকে এক দাম তো, কাল আরেক দাম। আগে ডিপ্লোমা দুধের দাম ছিল ৬৯০ টাকা, তা এখন ৮৪০ টাকা। ডিলাররা বারবার বলেছে, সামনে দাম আরও বাড়বে, তাই তারা আমাদের আগে থেকে দুধ কিনে রাখার তাগিদ দিচ্ছেন।

 

বিক্রেতাদের তথ্য অনুসারে, এক সপ্তাহের মধ্যে এক কেজি গুঁড়া সাবানের দাম ১৮০ থেকে বেড়ে ২১০ টাকায় ঠেকেছে। কোনোটার দাম আবার ১৪০ টাকা হয়েছে ১৫০ টাকা। তা আবার বেড়ে হতে যাচ্ছে ১৬০ টাকা। বিভিন্ন ব্র্যান্ডের বিউটি সোপও থেমে নেই দাম বৃদ্ধির এ গন্তব্যহীন দৌড়ে।

 

এক খুচরা বিক্রেতা বলেন, গত সপ্তাহে লাক্স সাবান ৫৫ টাকা দিয়ে কিনেছিলাম, তা এ সপ্তাহে ৬০ টাকায় কিনেছি। এর আগে এক কেজি ওজনের রিনের গুঁড়া সাবানের দাম ছিল ১৮০ টাকা। এখন বর্তমানে তা ২১০ টাকা। এ ছাড়া এক কেজি ওজনের সার্ফ এক্সেল ২৩০ টাকা দরে বিক্রি করতাম। তা দাম এখন ২৮০ টাকা। ডিলাররা বলছেন, এর দাম বেড়ে ৩১০ টাকায় উঠে যাবে।


খুচরা বিক্রেতারা বলছেন, জীবাণুনাশক লাইজলের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকায় উঠে গেছে, তেমনি ৭৫০ এমএল ওজনের একটি হারপিকের দাম ১২০ টাকা বেড়ে হয়েছে ১৪৫ টাকা।

 

এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বলছে, কেন দাম বাড়ছে- তা জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়েছে। বিচার বিশ্লেষণ করে চলতি মাসের ২০ তারিখের পর সেসব প্রতিষ্ঠানের কারখানায় তদারকি চালানো হবে।

 

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমরা প্রতিটি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছি। তাদের অনুরোধের ভিত্তিতে আমরা তাদের ২০ তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা তখন সেসব প্রতিষ্ঠানগুলোর কারখানায় যাব এবং পর্যালোচনা করে যদি দেখা যায় যে অযৌক্তিকভাবে দাম বাড়ানো হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

 

 

একুশে সংবাদ.কম/নি.বিডি/না.স
 

Link copied!