দেশে চাল আমদানির ঘোষণা দিলেও কমে চালের দাম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। শুধু চাল নয়, চড়া দামে বিক্রি হচ্ছে শীতের নতুন সবজি।
রাজধানীর কারওয়ানবাজার ঘুরে দেখা যায় আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল।
চালের বাজারে অস্থিরতা বেশ কদিন ধরেই। মিলার আড়তদারদের কাছে জিম্মি সাধারণ মানুষ। চাল নিয়ে চালবাজির জন্য বাড়তি টাকা গেছে ক্রেতার পকেট থেকে। এ অবস্থায় গেলো সপ্তাহে চাল আমদানির ঘোষণা দেয় সরকার। এরপর চালের দাম নতুন করে বাড়েনি, কমেওনি কোনো চালের দাম।
মৌসুমেও বাজারে ইলিশের সংকট। যা আছে তার দামও বেশি। এছাড়া অন্যন্য মাছের দামও বাড়তি।
কথা হয় ক্রেতা লোকমান হোসেনের সাথে। তিনি বলেন, "৮৫ টাকা কেজি নাজিরশাইল, ৭৫ টাকা কেজি মিনিকেট। অন্য মোটা চাল ৬৫ টাকা কেজি।"
মাছের দামও আকাশ ছোঁয়া। একজন মাছ বিক্রেতা বলেন, "রুই-কাতলা চারশ টাকা কেজি। চিংড়ি ১৪০০ আর ইলিশ ১৫০০ টাকা কেজি।"
আরেক বিক্রেতা বলেন, "এবারে ইলিশ কম, মাছ জালে ধরা পড়লে না বাজারে আসবে।"
আরও পড়ুন- নতুন সবজির দাম চড়া,অপরিবর্তিত আলু, ডিম, মাংশের দাম
একজন মাছের ক্রেতা বলেন, "চিংড়ি মাছ ছোট ছোটটা সাড়ে ছয়শ টাকা কেজি। এইভাবে আমাদের পোষায় নাকি!"
আরেক ক্রেতা বলেন, "আমরা স্টুডেন্টরা কী খাবো! এক বেলা একটা মাছ কিনে খাওয়া কি সম্ভব এই দামে!"
গেভাগেই বাজারে আসছে শীতের সবজি। কিন্তু দাম চড়া। সীমের কেজি ১২০ টাকা, বাধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তবে অন্যন্য সবজির দাম আগের মত।
গরুর মাংশ প্রতিকেজি ৭শ, বয়লার মুরগি, ১৯০ আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩শ টাকায়।
একুশে সংবাদ.কম/জা.হা
আপনার মতামত লিখুন :