অনিজ সিকদার, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে যথাক্রমে ১৪ কেজি ৫০০ গ্রাম এবং ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের দু’টি কাতল মাছ। মাছ দু’টি ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে হজো চালাকের জালে মাছ দু’টি ধরা পড়ে।
জানা গেছে, জেলে হজো চালাক মাছ দু’টি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের সামনে নিয়ে আসলে স্থানীয় এক মাছ ব্যবসায়ী ১৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
ওই মাছ ব্যবসায়ী বলেন, সকালে ঘাটে আসতেই দেখি জেলে হজো চালাক তাজা দুটি কাতল মাছ নিয়ে আমার আড়তের সামনে দাঁড়িয়ে আছে। পরে তার কাছ থেকে দুটি কাতল মাছ ৪১ হাজার ৬০০ টাকায় কিনি। পরে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করি।
একুশে সংবাদ/ আল-আমিন
আপনার মতামত লিখুন :