মঙ্গলবার (২ নভেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবস। প্রথম ঘণ্টায় লেনদেনে কিছুটা ধীরগতি থাকলেও লেনদেনের শেয়ারবাজারে মূল্য সূচক রয়েছে ঊর্ধ্বমুখী।একই সাথে বেশি সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে দাম বাড়ার তালিকায়।
প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি মূল্য সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সবকটি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্টের বেড়ে যায়।
তবে এরপর বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। এতে সকাল ১০টা ২২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট কমে যায়। অবশ্য সূচকের এই ঋণাত্মক প্রবণতা খুব বেশি সময় স্থায়ী হয়নি।
বেলা ১১টা ৪ মিনিটে আগের তুলনায় ২১ পয়েন্টে বেড়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট। আর ৭ পয়েন্ট বেড়েছে ডিএসই শরিয়াহ্ সূচক।
একুশে সংবাদ/জা/তাশা
আপনার মতামত লিখুন :