আর্থিক খাতে স্বচ্ছতা ফেরানো ও ব্যাংক ও এসএমই খাতকে পুনর্গঠনের লক্ষ্যে সরকার যে সংস্কার কর্মসূচি চালু করেছে, তা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২ জুলাই) রাজধানীর পুরান পল্টনে ‘এসএমই ফাউন্ডেশন–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত সমস্যা কাটিয়ে উঠতে কাজ চলছে। গ্রাহকের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে। ব্যাংকিং খাতে বড় পরিবর্তন জরুরি।”
এসএমই খাতে অর্থায়নের জটিলতার কথা তুলে ধরে তিনি বলেন, “ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এখনও সহজে ঋণ পান না। অথচ তাদের ঋণ পরিশোধের হার তুলনামূলক ভালো। কিন্তু ব্যাংকগুলো এই খাতে যথেষ্ট আগ্রহ দেখায় না।”
তিনি আরও বলেন, “বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। এসএমই উদ্যোক্তাদেরও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। এখন আর হাতুড়ি-বাটালের যুগ নয়।”
নারীর অংশগ্রহণ কমে যাওয়ায় উদ্বেগ জানিয়ে উপদেষ্টা বলেন, “নারীরা শুধু দক্ষ নন, তারা অনেক ক্ষেত্রেই পুরুষদের চেয়ে ভালোভাবে ব্যবস্থাপনা করেন। তাই এসএমই খাতে নারীদের উপস্থিতি বাড়াতে হবে। ক্ষমতায়ন বক্তৃতায় নয়, বাস্তবে কার্যকর হতে হবে।”
এসএমই উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ও আধুনিক তথ্যভান্ডার তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, “ডেটাবেজ কাগজে নয়, ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। ডিজিটাল রূপান্তরই এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “ব্যাংকিং কাঠামো এখনো অস্থিরতার মধ্যে রয়েছে। অথচ জ্বালানি খাতে বছরে ৬০ থেকে ৬২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এসএমই খাতকে উপেক্ষা করা ঠিক নয়, এই অবস্থার পরিবর্তন জরুরি।”
সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত ও কর ব্যবস্থায় স্বচ্ছতা আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। নেগেটিভ প্রতিবেদন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এনবিআরের ক্ষেত্রেও অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। অপচয় বন্ধ করতেই হবে।”
রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এই ধারা বজায় রাখতে দক্ষ শ্রমিক তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি।”
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর বিভিন্ন গণমাধ্যমের ২১ জন প্রতিবেদককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। নারী ক্ষমতায়নে এসএমই খাতের গুরুত্ব নিয়ে প্রতিবেদন করার জন্য ঢাকা পোস্টের উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম এ বছরের ‘এসএমই ফাউন্ডেশন–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে