AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জালিয়াতি মামলায় মোছাদ্দেক আলী স্বপন গ্রেফতার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:১৮ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২১
জালিয়াতি মামলায় মোছাদ্দেক আলী স্বপন গ্রেফতার

জালিয়াতি মামলায় মোছাদ্দেক আলী স্বপন নামে এক প্রতারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

নাম তার মোছাদ্দেক আলী স্বপন (৫৪) যিনি নিজে কে কখনো মাননীয় রাষ্ট্রপ্রতির
ভাতিজা, কখনো সেনাবাহিনির প্রধানরে আত্মীয় বলে পরিচয় দিয়ে থাকেন। 

রাষ্ট্রপ্রতি ও সেনাবাহিনি প্রধানরে পরিচয় দিয়ে যিনি অনেক মানুষের কাছ থেকে মিথ্যা আশাস ও লোভ দেখিয়ে প্রতারনা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তার এই পতারোনার শিকাররে হাত থেকে তার অত্যন্ত কাছের ৩ বন্ধুও  রেহায় পায় নাই। ২০১৬ থেকে তার এই তিন বন্ধুদেও কে বিভিন্ন লাভ জনক ব্যবসায়ের প্রলোভন দেখিয়ে ১ কোটি ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সে টাকা হাতিয়ে নিয়ে অনেক দিন যাবত আত্ম গোপনে চলে যায় মোছাদ্দেক আলী স্বপন। 

অনেক দিন পর মোছাদ্দেক আলী স্বপনকে তার ৩ বন্ধু হাঠাৎ খুজে পায় তখন স্বপন টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে তাহার নিজ ব্যাংক হিসাব থেকে ১ কোটি ৬৫ লক্ষ  টাকা একটি চেক প্রদান করে।

যে ব্যাংক হিসাবে নং চেক প্রদান করে সে  হিসাব নম্বারে কোনো টাকা নাই । যাহা হল তাহার পতারোনার নতুন কৌশল। বন্ধুদের ভুয়া চেক প্রদান করে তার ঢাকার স্থায়ী ঠিকানা (নিজ বাড়ী) বদল করে বনানী পুরাতন ডিও এইচ এস এর রোড নং ১/এ , ৪১ নাম্বার বাড়ীতে গিয়ে সহপরিবার আত্মগোপন করেন। 

জানাযায়, বাসায় নিজের প্রভাব খাঁটিয়ে বাড়ীর মালিক কে কোন প্রকার বাসা ভাড়া না দিয়ে দীর্ঘ ৩ বছর যাবত বসবাস করে আসছিল। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মিরপুর মডেল থানা ও ভাষানটেক থানায় একাধীক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাহাকে আত্মগোপনে থাকা বাসা থেকে গ্রেফতার করেন। 


একুশে সংবাদ//এইচআই.

Link copied!