রাজধানীর শ্যামলীতে সংঘটিত আলোচিত ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছিনতাইয়ের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীরা ধারালো অস্ত্র হাতে, হেলমেট পরে এবং একজন খালি গায়ে ভুক্তভোগীর পথরোধ করে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে সব কিছু ছিনিয়ে নিচ্ছে।
ঘটনাটি ঘটে ১১ জুলাই ভোর ৬টার দিকে রাজধানীর শ্যামলীর ২ নম্বর রোডের কাজি অফিসের সামনে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই সময় এক যুবক ছাতা হাতে রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন এসে তার পথ আটকায়।
ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয়। এরপর তার কাছ থেকে মানিব্যাগ, কাঁধের ব্যাগ, মোবাইল ফোন, এমনকি শরীরের জামা ও জুতা পর্যন্ত কেড়ে নেয় তারা। পরে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনায় রাজধানীতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
একুশে সংবাদ/আ.ট/এ.জে