বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেছেন, “নৈতিকতার ভিত্তিতে যুগের চাহিদা অনুযায়ী ছাত্রদের নিজেদের প্রস্তুত করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। যদি আমরা দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তাকওয়ার মানদণ্ডে নিজেদের উন্নীত করতে হবে। তাকওয়ার ভিত্তিতে জাগতিক ও ইমানি শক্তিতে বলিয়ান হতে পারলেই লক্ষ্য অর্জন সম্ভব।”
তিনি শুক্রবার দুপুরে মৌলভীবাজার শহরস্থ মজলিস কার্যালয়ে বাছাইকৃত কর্মীদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মী শিক্ষা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী এই কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন শহর ছাত্র মজলিস সভাপতি ফখরুল ইসলাম ফয়সল। সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
বিশেষ অতিথি ছিলেন—খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মুহাম্মদ মুহিবুল ইসলাম, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি ও ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রাক্তন সভাপতি মো. এহসানুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি হিফজুর রহমান ফুয়াদ ।
এ ছাড়া শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন—মৌলভীবাজার শহর বায়তুলমাল সম্পাদক সাইদুল ইসলাম সুলতান, কুলাউড়া উপজেলা সভাপতি জালালুর রহমান, সরকারি কলেজ শাখা সভাপতি তুফায়েল আহমদ, বড়লেখা উপজেলা সভাপতি উবায়দুল হক আবিদ, রাজনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন, সদর দক্ষিণ শাখা সভাপতি হামিম আহমদ, রায়পুর জোন শাখা সভাপতি আবিদুল হক ইমরান প্রমুখ।
দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় দারসে কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, হাতেকলমে প্রশিক্ষণ, মুখস্তকরণসহ নানাবিধ কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

