AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৪:৫৩ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

কালীগঞ্জে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

‘যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর-৫’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতের এ বিশাল যুব সমাবেশ শুক্রবার (২৮ নভেম্বর) কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ও ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম মাষ্টারমাইন্ড সিবগাতুল্লাহ সিবগা। উন্নয়ন রূপরেখা উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা–মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন—জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইয়াছিন আরাফাত এবং গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন—পুবাইল থানা আমীর ও জেলা–মহানগর জামায়াতের শুরা সদস্য আশরাফ আলী কাজল, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, পৌর আমীর মাওলানা আমিমুল এহসান, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন। হাজার হাজার কর্মী–সমর্থক ব্যাপক উৎসাহ–উদ্দীপনা নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। বিভিন্ন ইউনিয়ন থেকে ফেস্টুন–ব্যানার, শোভাযাত্রা ও মিছিল নিয়ে নেতা–কর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত হন।

গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান তাঁর উন্নয়ন রূপরেখায় বলেন, তিনি নির্বাচিত হলে—অবকাঠামো উন্নয়ন,সৎ, যোগ্য, দক্ষ নবীন–প্রবীণদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন,শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার মানোন্নয়ন,দুস্থ–অসহায়দের পুনর্বাসন,যুবকদের কর্মসংস্থান সৃষ্টি,তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন,হাসপাতাল আধুনিকায়ন,সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূল,জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগার নির্মাণ,পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি,কৃষিখাত আধুনিকায়ন এবংতথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে এবং দেশের সামাজিক সংকট মোকাবেলায় যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!