সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর গৌরীপুর বড় মসজিদের প্রাঙ্গণে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সোবহান সুলতান, ফারুক আহাম্মেদ, দুলাল আহাম্মেদ, বাবুল আহাম্মেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান, জয়নাল আবেদীন খোকন, মেহেদি হাসান রতন, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ দলীয় নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন বড় মসজিদের খতিব হাফেজ মো. মোস্তাকিম।
এদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু (ভিপি শামছু)-র উদ্যোগে উপজেলার মুমিনপুর জামে মসজিদেও পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
উভয় মাহফিলে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

