ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শাহরিয়ার জাহান নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীচর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক শাহরিয়ার জাহান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীচর বাজারে ওই ব্যক্তি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অভিযানের কথা বলে বিভিন্ন দোকানে তল্লাশি শুরু করেন। তার আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তাকে ঘিরে রাখা হয়। পরে জিজ্ঞাসাবাদে পরিচয় ও কর্মকাণ্ডের অসঙ্গতি ধরা পড়লে জনতা তাকে আটক করে। ঘটনাস্থলে ভিড় বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন এবং পরে আদালতে প্রেরণের নির্দেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বলেন, “ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযানের নামে বিভিন্ন দোকানে তল্লাশি চালানোর কারণে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

