জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দল। আগামী ৩০ নভেম্বর বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে জামায়াতে ইসলামীসহ রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতাকর্মীরা এবং অন্য দলগুলোর পক্ষ থেকে বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশে বক্তব্য রাখবেন আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তারা জানান, সমাবেশে দুই থেকে আড়াই লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন,নিজামী ইসলামী পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

