রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ উদয়পুর বিওপি একটি অভিযানে ১০টি ভারতীয় কম্বল জব্দ করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মাহি বিন সাইফের নেতৃত্বে উদয়পুর বিওপির একটি টহল দল ছয়নালছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের বহন করা দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে গহিন পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরে টহল দল পাহাড়ি এলাকা তল্লাশি করে পরিত্যক্ত দুই বস্তা থেকে ১০টি ভারতীয় কম্বল জব্দ করে। জব্দকৃত কম্বলের বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে চোরাচালান বাড়ানোর চেষ্টা করায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

