AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, বীজ বিক্রির দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা



জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, বীজ বিক্রির দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে তদারকিমূলক অভিযান চালিয়ে নিয়ম মেনে সঠিকভাবে বীজ বিক্রি না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উথলী বাসস্ট্যান্ড বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় শিশু খাদ্য, সার, কীটনাশক, বীজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে তদারকি করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, অভিযান চলাকালে প্রতিশ্রুত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত মানের বীজ সঠিকভাবে বিক্রি না করায় মেসার্স জোয়ার্দ্দার বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আব্বাস জোয়ার্দ্দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী খালেদ মাসুদ সাবু মল্লিককেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রতিষ্ঠান দুটিকে ধান, আলুসহ অন্যান্য বীজ সঠিকভাবে এবং নিয়ম মেনে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, বীজ প্রত্যয়ন কর্মকর্তা ও ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!