রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও ফ্রি ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলী স্কুল মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৬ নভেম্বর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ শুরু হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফ্রি ভ্যাকসিনেশন ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌস মিয়া, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সীয়ম্বর চাকমা, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

