যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অরুণা বিশ্বাস (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের নিটল টাটা অফিসের সামনের রেললাইনে খুলনা থেকে যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুণা বিশ্বাসের বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। তিনি যশোরের বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া মোড় এলাকায় মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়রা জানান, অরুণা রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় ট্রেন এসে পড়লে ঘটনাস্থলেই তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার ইয়াসির আরাফাত বলেন, সকাল ১০টার দিকে চিত্রা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

