মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার প্রবেশমুখ থেকে পৌর বাজার এবং সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এ সড়কের বহু স্থানে খানা-খন্দ থাকায় যাতায়াত করতে হিমশিম খেতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে বৃদ্ধ ব্যক্তি ও স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ বেশি। ভাঙা রাস্তায় যাত্রীবাহী অটোরিকশা ও মোটরসাইকেলও ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এ করুণ অবস্থা নিয়ে বহুবার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী বাজারে যাওয়ার সময় সড়কের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। এতে এক গ্রাম পুলিশ সদস্য গুরুতর মাথায় আঘাত পান। একই সময়ে জামশা ইউনিয়নের সদস্য ইস্তাফুর রহমান হেঁটে যাওয়ার পথে হোঁচট খেয়ে আহত হন।
স্কুলগামী কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিনই এ পথে স্কুলে যাওয়ার সময় হোঁচট খাওয়া, জুতা ছিঁড়ে যাওয়া বা আঘাত পাওয়া নিত্যদিনের ঘটনা। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. কামরুল হাসান সোহাগ জানান, পৌরসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। ভাঙা এ অংশটিও দ্রুত মেরামত করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

