চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে মেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন।
প্রদর্শনীতে দেশি-বিদেশি গবাদিপশু, পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস-মুরগি, কবুতর, ছাগল, ডিম, কুকুর, বিড়াল, পাখি সহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। এছাড়া গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি সম্পর্কিত খামারিদের ধারণা দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
বোয়ালখালী মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খাইরুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সুজন কান্তি দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুন, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মিজানুর রহমান, এবং বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন চৌধুরী ও গিয়াস উদ্দিন চৌধুরী দিদার।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার বলেন, “উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার প্রধান উদ্দেশ্য।”
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

