মৌলভীবাজারের জুড়ীতে এক্সপার্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দুই বছর পূর্তি উপলক্ষে ব্যবসায়ী, শেয়ারহোল্ডার এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হাসপাতালের হল রুমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং এমডি আব্দুস সাত্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান আজিজি, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল এবং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম।
শেয়ারহোল্ডারদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার এবং মাস্টার জালাল উদ্দীন।
এছাড়াও জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম এবং ব্যবসায়ী হাসান আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

