“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের গেইট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীদের ৩০টি স্টল অতিথিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিদর্শন করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মনছুর আহমেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ এনাম খা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এবং চুন্টা ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পারভেজ আলম, ব্রডি অফিসার মাসুদ রানা, যুব উন্নয়ন অফিসার এস. এম. জসীম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সিফাত বিন রহমান, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিনসহ আরও অনেকে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

