ভোলার লালমোহন উপজেলা থেকে সাগরে মাছ শিকারে গিয়ে ১৬ দিন ধরে ১৩ জেলের হদিস পাওয়া যাচ্ছে না। পরিবারগুলোতে চলছে কান্নার ঢল। এ ঘটনায় সড়ক অবরোধও হয়েছে।
গত ১০ নভেম্বর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফারুক মাঝির মা–বাবার দোয়া নামে একটি ট্রলিং বোটে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রার ৬ দিনের মধ্যে তাদের তীরে ফেরার কথা থাকলেও ১৬ দিন অতিবাহিত হলেও স্বজনরা তাদের কোনো খোঁজ পাচ্ছেন না।
প্রশাসন জানিয়েছে, জেলেদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
নিখোঁজ জেলেরা হলেন—লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন, ১ নং ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার: মো. মাকসুদুর রহমান, মো. খোকন, মো. হেলাল, মো. শামিম, মো. সাব্বির, মো. সজিব, মো. জাহাঙ্গীর, মো. নাছির মাঝি এবং একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাতিরখাল এলাকার: আব্দুল মালেক, মো. ফারুক, মো. মাকসুদ, মো. আলম মাঝি ও মো. ফারুক।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

