AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত



মুকসুদপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদের হবে উন্নতি" এবং "আমিষেই শক্তি, আমিষেই মুক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বনগ্রাম বাজার মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়ন, প্রাণীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়ন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, যিনি প্রাণীসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং এলএসপি প্রবীর ও সুকান্ত মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সফল খামারী লিয়াকত হোসেন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম এবং সাংবাদিক টুটুল মল্লিকসহ অনেকে।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বনগ্রাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে খামারী, পশুপালন সংশ্লিষ্ট উদ্যোক্তা, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!