লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ইউছুফ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইউছুফ সাহারপাড়া গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। তিনি প্রবাসী ছিলেন এবং প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আর বিদেশ যাননি। যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।
র্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, ২৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে দোকানে বাকি দিতে অস্বীকৃতি জানালে আনোয়ার হোসেন এবং ইউছুফ আলীর মধ্যে বাগ্-বিতণ্ডা শুরু হয়। একপর্যায় ইউছুফ আনোয়ারকে দোকানের ভেতরের দিকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। পরে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পথে তিনি মারা যান।
ঘটনার পর আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী রামগঞ্জ থানায় ইউছুফকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

