কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, জামায়াতে ইসলামী উপজেলা আমির রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা জামেসদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্না খন্দকার, পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আমজাদ হোসেন, সদস্যসচিব নজরুল করিম, সাবেক কমান্ডার মুনতাজ উদ্দিন এবং মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারুফ আফ্রিদী।
এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন ইউনিয়নের সচিবগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই সঙ্গে উপজেলার সকল সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকার সঠিক রং ও মাপ অনুসরণ করে পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকা দিয়ে সজ্জিত করার পাশাপাশি আলোকসজ্জার ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

