AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় ব্রাইট ন্যাশন স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া



ভোলায় ব্রাইট ন্যাশন স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া

ভোলায় ব্রাইট ন্যাশন স্কুল ও হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে সবক ও বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হিফজুল কুরআন মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সমন্বয়ে জানাজা নামাজের প্রদর্শনী বিশেষ আকর্ষণ ছিল। ইমামসহ আরও তিন শিক্ষার্থী কীভাবে একজন শিশুর জানাজা পড়াতে হয় তা বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করলে উপস্থিত দর্শক ও অতিথিদের গভীর প্রশংসা কুড়ায় প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাটামারা পীর মাওলানা মুহিবুল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন মৌলভীরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন, ভোলা বারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান, বরিশালের বার্থী ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল্লাহ, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা বেগম এবং বিশিষ্ট সমাজসেবক জোবায়ের আহমেদ প্রমুখ।

আলোচনা সভার ফাঁকে দলীয় সংগীত, একক সংগীত, কবিতা আবৃতি ও ইংরেজি ভাষণে পুরো জেলা পরিষদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিশু শিক্ষার্থীদের পরিবেশনায়।

বিশেষ উল্লেখযোগ্য পরিবেশনা ছিল হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের জানাজা নামাজের প্রদর্শনী। ইমামসহ তিন শিশু শিক্ষার্থী একজন ছোট্ট শিশুর জানাজা কীভাবে পড়াতে হয়, তা অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন করেন। এতে উপস্থিত অতিথি ও অভিভাবকরা আবেগাপ্লুত হন।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান সমাজের নানামুখী অবক্ষয়ের কথা তুলে ধরেন এবং একই প্রতিষ্ঠানে শিশুদের আধুনিক ও ইসলামী শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগের জন্য ব্রাইট ন্যাশন স্কুল ও মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে ২০২৪ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পরে মাদ্রাসা বিভাগের শিক্ষার্থীদের কায়দা, আমপারা ও কুরআনের সবক প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি সফলতার সঙ্গে শিশু শিক্ষার্থীদের মাঝে আধুনিক ও ইসলামী জ্ঞান ছড়িয়ে যাচ্ছে এবং স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!