বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে নওগাঁর মান্দায় লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ঠাকুরমান্দা ও চেরাগপুর সুফিয়া বাজার এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ. মতীনের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বিএনপির দৃষ্টিভঙ্গি এবং ৩১ দফার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
এ সময় এম.এ. মতীন বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একমাত্র রোডম্যাপ।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সিদ্দিক হোসেন। এছাড়াও ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল হালিম দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

