ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ভোলার চরফ্যাশনে কো-অপারেশন ইন ডেভেলপমেন্ট (কো-ইড) পরিচালিত বিদ্যালয়গুলোর প্রায় ২০০ শিক্ষক-শিক্ষিকা মানববন্ধন ও অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কো-ইড বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে কো-ইড শিক্ষক কল্যাণ চরফ্যাশন সমিতির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয় এবং সারাদিন ধরে চলে।
কো-ইড শিক্ষক সমিতির আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়ক সাবানা বেগম জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমূলক বেতন ও অনিশ্চিত চাকরি ব্যবস্থার মধ্যে দায়িত্ব পালন করছেন। এ অবস্থার উন্নয়নে গত ২৭ অক্টোবর অস্ট্রেলিয়ার কো-ইড কর্তৃপক্ষের কাছে ১৪ দফা দাবি পাঠানো হয়, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
তারা আরও জানান, সর্বশেষ ২৩ নভেম্বর দুই দফা দাবি পাঠানোর পর কো-ইড অস্ট্রেলিয়ার ই-মেইল জবাব শিক্ষকদের আরও হতাশ করেছে। এতে শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিলে মানববন্ধন ও অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১২ নম্বর কো-ইড স্কুলের সহকারী শিক্ষিকা মুন্নী এবং ২১ নম্বর স্কুলের সহকারী শিক্ষিকা খাদিজা বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি। অথচ আমাদের ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা স্কুলে ফিরবো না।”
কো-ইড বাংলাদেশ চরফ্যাশন কার্যালয়ের সমন্বয়কারী মো. রিয়াজ হোসেন জানান, শিক্ষকদের দাবিগুলো ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

