গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে হবে।”
সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর পৌরসভার চন্ডিবরদী এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে এলাকার বেকারত্ব দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতে ব্যাপক উন্নয়ন হবে।”
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাবেক পৌরসভার মেয়র সাজ্জাদ করিম মন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

