ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ভালুকা পৌর বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পৌরসদরের ব্যস্ততম এলাকা বাসস্ট্যান্ড মেগারমাঠে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এতে পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় আলহাজ্ব হাতেম খান বলেন, “আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। প্রিয় জন্মভূমিকে আমরা ভালোবাসি, তাই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।"
তিনি আরও বলেন, "নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে আন্দোলন চলবে এবং দেশের যেকোনো নৈরাজ্য প্রতিরোধে বিএনপি নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।"
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ভালুকা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, “আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য এই লকডাউন দিয়ে সারা বাংলাদেশে গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। ভালুকা পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

