গাইবান্ধার সুন্দরগঞ্জের জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোছাঃ বিউটি বেগমকে অব্যাহতি এবং মহিলা দলের কমিটিকে স্থগিত করেছে জেলা কমিটি। দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এবং বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও যুবদলের নেতাদের বিরুদ্ধে মামলা করার অভিযোগের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে উপজেলা কমিটিও স্থগিত করা হয়েছে।
বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোছাঃ ফরিদা ইয়াসমিন শোভা এবং সাধারণ সম্পাদক মোছাঃ মৌসুমী বেগম তমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ বিউটি বেগমের জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মোছাঃ বিউটি বেগম বলেন, তাকে অন্যায়ভাবে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক হওয়ায় জেলা কমিটি তাকে সভাপতিসহ অন্যান্য পদ থেকে অব্যাহতি দিতে পারেন না। তাছাড়া তাকে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। তিনি বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানাবেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাবুল আহমেদ জানান, মহিলা দলের সভাপতি মোছাঃ বিউটি বেগমকে অব্যাহতির ব্যাপারে তার কোন মতামত নেই এবং এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজহারুল ইসলাম বলেন, কোনো কারণ দর্শানো ছাড়াই জেলা কমিটি মোছাঃ বিউটি বেগমকে সভাপতিসহ সকল সদস্য পদ থেকে অব্যাহতি দিতে পারেন না। তিনি বলেন, বিজ্ঞপ্তিতে অনৈতিক কর্মকান্ডের কথা বলা হয়েছে, তবে এর সত্যতা স্পষ্ট নয়। এই সময়ে অব্যাহতির বিষয়টি অন্যায় এবং সঠিক সিদ্ধান্ত হয়নি।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

