বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩০তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় শ্রী গুরু সংঘের উদ্যোগে সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে ঠাকুরের প্রতিচ্ছবি নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন শত শত নারী-পুরুষ ভক্ত ও পূজারি।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। স্বাগত বক্তব্য দেন শ্রী গুরু সংঘ মন্দিরের সভাপতি অসীম কর্মকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস মুন্সী ও বিএনপি নেতা বদিউজ্জামান মহারাজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী গুরু সংঘ মন্দিরের সাধারণ সম্পাদক দিপক কর্মকার। পাঁচ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিনে মঙ্গল আরতি, সমবেত প্রার্থনা, ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও সংঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

