নওগাঁর নিয়ামতপুরে পৈতৃক সম্পত্তিতে রোপা আমন ধান জোরপূর্বক কর্তন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বান্দইল গ্রামের তরণী টপ্প।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মানসা মৌজায় খতিয়ান নং ৪৬, দাগ নং ৮০, ১২, ৩৮১, ৩৮৯, ৪৫১, ৪৬৩, ৪৭৯, ৪৮০ ও ৫৫৪ দাগের মোট ৩ একর ৫৬ শতাংশ জমিতে তারা রোপা আমন ধান চাষ করেছেন। ১৯৬২ ও ১৯৭২ সালের রেকর্ড অনুযায়ী উক্ত সম্পত্তির খাজনা খারিজ তাদের নামে সম্পন্ন হয়েছে। জমিটি তাদের দখলে থাকা সত্ত্বেও একটি পক্ষ বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে।
তিনি আরও জানান, ২০২১ সালে একই জমিতে তার চাচাতো ভাই বায়া টপ্প ধান কাটতে গেলে দিনের বেলায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বঙ্গপাল, সেভেন, খিতিশ, লক্ষিন্দ্র ও তাজমুলের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।
তরণী টপ্প বলেন, গত রবিবার তার লোকজন জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ দেশীয় অস্ত্র—হাসুয়া, কাঁচি, লাঠি, তীর ও বল্লম দিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরদিন তারা দলবদ্ধ হয়ে একই জমিতে জোরপূর্বক ধান কেটে নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা ধান কাটার কাজ চালিয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

