কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি করার প্রস্তুতি নেওয়ার সময় বুধবার (১২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উলিপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও চাপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সহসভাপতি রুদ্র, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক, শাহীন আলম সম্রাট, আওয়ামী লীগের স্থানীয় নেতা বিএম আব্দুল ওহাব শাহ, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান নিশান এবং হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. রাজু মিয়া।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

