AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন



বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

রাঙামাটির বাঘাইছড়িতে কাঠ ব্যবসায়ীদের সংগঠন ‘মারিশ্যা-বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতি’-এর সাধারণ সভা, নবগঠিত ৯ম কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং অডিট প্রতিবেদন উপস্থাপনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. নিজাম উদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাজী আব্দুস শুক্কুর মিয়া এবং সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সমিতির সদস্য মো. সেলিম, মো. হারুনুর রশিদ ও মো. নাছির উদ্দিন।

সভা শুরুর আগে অডিট কমিটির আহ্বায়ক ও সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের অডিট প্রতিবেদন উপস্থাপন করেন। অডিট প্রতিবেদনে উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

এরপর সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা আগামী দুই বছরের জন্য নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন—সভাপতি: মো. ওমর আলী, সহসভাপতি: মো. জাবেদুল আলম, সহসভাপতি: মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক: মো. রহমত উল্লাহ খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক: মো. ইউসুফ নবী, দপ্তর ও প্রচার সম্পাদক: মো. নুর আলম, অর্থ সম্পাদক: মো. মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য: মো. বদিউল আলম, জুনু গোলাপ দে, মো. শহিদুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন নাসির ও মো. নুর আলম পনির।

বক্তারা বলেন, বাঘাইছড়িতে কাঠ ব্যবসা ব্যতীত বড় ধরনের অন্য কোনো শিল্প বা ব্যবসা নেই। তাই এলাকার সব কাঠ ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে ব্যবসা পরিচালনা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। পাশাপাশি নবগঠিত কমিটির প্রতি ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!