ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে নির্মিত আড়াআড়ি ৫০০ মিটারের বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।
বুধবার (৫ নভেম্বর) সারাদিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। এ সময় চরভদ্রাসন থানা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে প্রশাসন আড়াআড়ি বাঁধ ছাড়াও ৫ হাজার মিটার কারেন্ট জাল (আনুমানিক মূল্য ১.৫ লক্ষ টাকা) এবং ২.৫ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করে। পরে জব্দ করা জালগুলো নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ হাজীডাঙ্গী মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “মৎস্য প্রজাতি রক্ষায় পদ্মা নদীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

