বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি গণমানুষের দল। জিয়াউর রহমান গ্রামীণ নেতা হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হয়েছেন। তাই তিনি দেশের গণমানুষের নেতা হিসেবে গণ্য হন।
তিনি বলেন, “তার স্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর যেভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে, তবুও তিনি দেশের জনগণকে ছেড়ে পালিয়ে যাননি। খালেদা জিয়ার মনোবল ও সাহসকে সঙ্গে নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে। অথচ দেখুন, খুনি শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।”
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাইকে ‘ধানের শীষে’ ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
বুধবার দুপুরে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপির রাজনীতিতে কোনো ফ্যাসিবাদ নেই, কর্তৃত্ববাদ, দখলদারিত্ব ও প্রতিহিংসা নেই। বিএনপি সবসময়ই সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। বিএনপির পদ বা নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় করলে তার স্থান বিএনপিতে থাকবে না।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্তব্য করেন, “সীমাহীন অন্যায়-অত্যাচার, নির্যাতন, গুম-খুনের কারণে দেশের মানুষ ফ্যাসিস্টদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার-নির্যাতন থেকে বাদ যায়নি কেউ।”
রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি নান্টু কর্মকারের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

