যৌন হয়রানি প্রতিরোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে নওগাঁর মান্দা উপজেলায় শুরু হয়েছে মতবিনিময় কর্মসূচি।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং রেবা আখতার আলিম মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত সচেতনতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার হলে নির্ভয়ে সংশ্লিষ্ট কমিটির কাছে অভিযোগ জানাতে পারে, সে ক্ষেত্রে শিক্ষকরা সহায়ক ভূমিকা পালন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুল বেগম, রেবা আখতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুরসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, যৌন হয়রানি প্রতিরোধে গঠিত কমিটিগুলোকে নিয়মিত বৈঠক করা, অভিযোগ যাচাই-বাছাই করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরও কার্যকর হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান ও আত্মরক্ষার কৌশল শেখানোও জরুরি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করা হবে এবং তাদের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

