গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে অবস্থানরত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি আনোয়ারুল ইসলাম (৪৫) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।
পুলিশ জানায়,ঘটনার পর থেকে আসামী আনোয়ারুল পুলিশী গ্রেপ্তারের ভয়ে চট্রগ্রামে আত্নগোপনে থাকেন।এরপর পুলিশ তাকে গ্রেপ্তারে নানাভাবে চেষ্টা চালাতে থাকে। একপর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়।
সেইসুত্রে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সাদুল্লাপুর থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধু শাহের আস্তানা নামক দূর্গম পাহাড়ি এলাকায় রাতভর অভিযান চালিয়ে আসামি আনােয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৮ অক্টোবর বিকেলে আসামী আনোয়ারুল ধর্ষনের শিকার শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে তা শয়ন ঘরে নিয়ে গিয়ে পাশবিকভাবে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।এমতবস্থায় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় সাদুল্লাপুর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা পুলিশের এ সার্কেল বিদ্রোহ কুন্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার। তিনি বলেন,অপরাধীরা অপরাধ সংঘটিত করেই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
কিন্তু অপরাধীচক্র যেভাবেই পালিয়ে থাকে না কেন আইনের হাত থেকে রক্ষা পাওয়ার কোন সুযোগ নেই। সাদুল্লাপুর থানা পুলিশের প্রচেষ্টায় সফল এই অভিযানে তারা পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন।
ধর্ষিতার বর্মান শারীরিক অবস্থা জানতে চাইলে ওসি বলেন, শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা উন্নতি হয়েছে।তবে তার চিকিৎসা এখনও চলমান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

