জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলার সরকারি জলমহালগুলোতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের বিভিন্ন সরকারি জলমহালে এ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারি খাস ও বদ্ধ জলমহালগুলো চিহ্নিত করা এবং সাইনবোর্ডের মাধ্যমে দখলদারিত্ব রোধ ও সংরক্ষণ নিশ্চিত করা। প্রথম ধাপে ভারশোঁ ইউনিয়নের কয়েকটি জলমহালে সাইনবোর্ড স্থাপন করা হলেও পর্যায়ক্রমে পুরো উপজেলা জুড়ে সব সরকারি জলমহালে এই কার্যক্রম সম্প্রসারিত হবে।
প্রশাসনের আশা, এই চিহ্নিতকরণ কার্যক্রম জলমহালগুলোর নিরাপত্তা নিশ্চিত ও সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জলমহালের অবৈধ দখল কমবে এবং পরিবেশ ও জলসম্পদের সুরক্ষা নিশ্চিত হবে।
এ সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, কানুনগো সুনীল চন্দ্র ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

