মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৪ ইং সালের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, জুড়ী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সানাবিল লাইব্রেরি অ্যান্ড এডুকেশন সেন্টারে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এহসান বিন মুজাহির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ দাস এবং সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গুরুগৃহ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, জুড়ী শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক খোরশিদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

