জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সানজামুল ইসলাম (১৯) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ানুল ইফতেকার এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর পূর্বপাড়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আকস্মিক অভিযান চালান।
এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সানজামুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

