রাজশাহীর তানোরে অন্যের জমি নিজের দাবি করে রোপা আমনের আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া মৌজার চৌকিরঘাট ধানী মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জমির মালিক হাসান আলী সরদার বাদী হয়ে কচুয়া চৌকিপাড়া গ্রামের এমরান মাস্টার ওরফে ফকির মোল্লার ছেলে নাসির উদ্দীনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জমির মালিকের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বাকি জমির ধানও কেটে নিতে পারে অভিযুক্তরা।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া মৌজায় আরএস ৫৯১/১ খতিয়ান ও আরএস ১৭৭৮ নম্বর দাগে এক একর চার শতক জমি প্রায় ১২ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন কচুয়া দক্ষিণপাড়া গ্রামের হাসান আলী সরদার। ওই জমিতে তিনি রোপা আমন ধান রোপণ করেছিলেন। ধানগুলো আধাপাকা অবস্থায় থাকায় কয়েক দিনের মধ্যে কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
এ অবস্থায় গত বুধবার সকালে কচুয়া চৌকিপাড়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে গিয়ে ধান কাটা শুরু করে। এ সময় হাসান আলীর স্ত্রী বাধা দিতে গেলে তারা তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ রয়েছে।
জমির মালিক হাসান আলী সরদার বলেন, “পৈত্রিক সূত্রে এ জমির মালিক আমি। দীর্ঘ ১২ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু আমি বাড়ির বাইরে থাকাকালে নাসিরের নেতৃত্বে তিন বিঘার মধ্যে দেড় বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে। তারা কোনো কাগজপত্র ছাড়াই জমি দখলের মতো ধান কেটে নিয়েছে। এতে আমার প্রায় ৩৬ হাজার টাকার ক্ষতি হয়েছে।”
অভিযুক্ত নাসির উদ্দীনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

